ছবি: এ এফ পি।
ভোর ৬টা ৪০। থমকে গিয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে। রাস্তার আশপাশে তত ক্ষণে ভিড় জমে গিয়েছে। অত ভোরেও তখন ভালই যানজট এক্সপ্রেসওয়েতে। গাড়ি চালকরাও ভেবে পাচ্ছেন না, সেখানে আসলে কী হতে চলেছে। সবাইকে অবাক করে বিশাল শব্দে ঠিক তখনই নামল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ‘মিরেজ ২০০০’। একেবারেই পরীক্ষামূলক অবতরণ। আসলে শুধু পশ্চিমী দুনিয়া নয়, পাকিস্তানেও যুদ্ধ বিমান নামার জন্য বিশেষ রাস্তা রয়েছে। কিন্তু ভারতে এখনও পর্যন্ত সে সুবিধা কোথাও ছিল না। আর বৃহস্পতিবার ছিল তারই মহড়া।