চণ্ডীগড়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। —প্রতীকী ছবি।
স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে অনুষ্ঠান ছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথেই শ্লীলতাহানির শিকার হতে হল এক স্কুল ছাত্রীকে। স্বাধীনতা দিবসের সকালে চণ্ডীগড়ের ওই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নারীর নিরাপত্তায় কতটা খামতি এখনও। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবার।
আরও পড়ুন, নিজে পালিয়ে অন্যদেরও মুক্তির স্বাদ দিলেন বঙ্গকন্যা
ঘটনার তদন্তকারী অফিসার কুলদীপ জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফিরছিল ওই নাবালিকা। শহরের অত্যন্ত জনবহুল এলাকা চিল্ড্রেন্স ট্রাফিক পার্কের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ১২ বছরের ওই ছাত্রীকে জোর করে টেনে নিয়ে যায়। পার্কের ভিতরে ছাত্রীটিকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়।
আরও পড়ুন, ইন্টারনেট থেকে অবিলম্বে সরাতে হবে ‘ব্লু হোয়েল’, সরকারি ফরমান
নির্যাতিতা স্থানীয় একটি সরকারি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশে অভিযোগ দায়েরের পরেই, শহরের সেক্টর ১৬ এলাকার একটি সরকারি হাসপাতালে ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়।
চণ্ডীগড়ের এসএসপি (সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ) ঈশ সিঙ্ঘল জানিয়েছেন, বছর চল্লিশের ওই অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্বাধীনতা দিবসের সকালে, যেখানে গোটা দেশ কড়া নিরাপত্তায় মোড়া, সেখানে এ ধরনের ঘটনা কী ভাবে ঘটল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।