Fire

Fire: হঠাৎ আগুন ৯০০ কোটির নির্মীয়মাণ সংসদ ভবনে, সেন্ট্রাল ভিস্তায় গেল দমকল

রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এলাকায় বিভিন্ন নির্মাণ এবং সৌন্দর্যায়নের জন্য সেন্ট্রাল ভিস্তা প্রকল্প হাতে নিয়েছে মোদী সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৫:১৭
Share:

সেন্ট্রাল ভিস্তায় যাচ্ছে দমকলের গাড়ি। ছবি: টুইটার থেকে নেওয়া।

হঠাৎই আগুন লাগল নয়াদিল্লির নতুন সংসদ ভবনে। কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ সেন্ট্রাল ভিস্তা এলাকার অন্তর্গত নির্মীয়মাণ সংসদ ভবনে ‘ছোট মাপের অগ্নিকাণ্ড’ ঘটে।

খবর পেয়েই দ্রুত পৌঁছয় দমকল বিভাগের ইঞ্জিন। তবে তার আগেই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কর্মীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকলের আধিকারিকেরা জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাজপথের দু’পাশের এলাকায় বিভিন্ন নির্মাণ এবং সৌন্দর্যায়নের জন্য ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প হাতে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যে প্রায় ৯০০ কোটি ব্যয় করে গড়া হচ্ছে নয়া সংসদ ভবন। তারই অদূরে গড়া হচ্ছে নয়া কেন্দ্রীয় সচিবালয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement