মৃত বালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতীকী ছবি।
মাথার উপরে কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল। নীচে রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখান থেকে ভারী লোহার টুকরো খসে পড়তে পারে, সে কথা ভাবতেই পারেনি কিশোর। কিন্তু সেই অঘটনই ঘটল। নির্মীয়মান সেতু থেকে মাথায় লোহার টুকরো পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হল এক পথচারী কিশোরের। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে।
রবিবার সকালেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। দিল্লির পুষ্টা রোডের উপর দিল্লি-দেরাদুন সংযোগকারী উড়ালপুল তৈরির কাজ চলছিল। সেই সেতুর ১৮ নম্বর পিলারের কাছে ঘটে দুর্ঘটনা। নির্মীয়মান সেতুর উপর থেকে ভারী লোহার টুকরো খসে পড়ে নীচে। যা সজোরে এসে লাগে সেতুর নীচের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক বালকের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, সেতুর উপরে লোহার ভারী টুকরো নিয়ে যাওয়ার কাজ করছিলেন শ্রমিকেরা। তবে তাদের হাত থেকেই ওই লোহার টুকরো ফসকে নীচে পড়ে যায় কি না তা জানা যায়নি। আপাতত মৃত বালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেতুর ঠিকাদারের বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।