Minor Abuse

Minor Rape: চার বছরের নাবালিকাকে ধর্ষণ, দিল্লিতে অভিযুক্তকে বেধড়ক মারল জনতা

পুলিশ জানিয়েছে, মেয়েটিকে খেলতে দেখে অভিযুক্ত যুবক মিষ্টির লোভ দেখিয়ে তাকে কারখানায় নিয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১০:২৭
Share:

প্রতীকী ছবি।

চার বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে বেধড়ক পেটাল উত্তেজিত জনতা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লির বাপা নগর এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতারের কথা মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

গত সপ্তাহে মেয়েটি বাড়ির সামনে খেলছিল। ওই এলাকাতেই রয়েছে একটি জিন্স তৈরির কারখানা। অভিযুক্ত ২৫ বছরের যুবক ওই কারখানায় কাজ করেন। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে খেলতে দেখে অভিযুক্ত যুবক মিষ্টির লোভ দেখিয়ে তাকে কারখানায় নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে।

Advertisement

পরে মেয়েটি ঘটনার কথা তার বাড়ির লোককে জানায়। তার পর পুলিশকে বিষয়টি জানায় নির্যাতিতার বাড়ির লোক। ইতিমধ্যে মেয়েটির বাড়ির লোক এবং প্রতিবেশীরা ওই কারখানায় যায় এবং অভিযুক্তকে মারধর করে। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement