কে জিতবে ভারত না পাকিস্তান?
পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতেই যুদ্ধের জিগির পাকিস্তানে। ভারতকে প্রত্যাঘাতের হুমকি দেওয়া হচ্ছে। পরমাণু হামলারও হুমকি দেওয়া হচ্ছে। পরমাণু যুদ্ধে জড়ালে ভারতের ক্ষয়ক্ষতি হবে ঠিকই। কিন্তু পাকিস্তান যে মানচিত্র থেকে মুছে যাবে, সে কথা পাক বিশেষজ্ঞরাই বলছেন। কিন্তু পরমাণু অস্ত্র দূরে সরিয়ে রেখে যদি ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়, তা হলে যুদ্ধের ফল কী হতে পারে? দু’দেশের সেনাবাহিনীর অস্ত্রাগার এবং সক্ষমতার তালিকায় এক বার চোখ বোলালেই স্পষ্ট হয়ে যায়, কী হতে পারে যুদ্ধের ফল।
আরও পড়ুন- শত্রুকে যোগ্য জবাব দিতে কঠোর প্রত্যাঘাতের জন্য পুরোদস্তুর প্রস্তুত সুখোই
আরও পড়ুন- বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবাহিনী ভারত, অনেক নীচে পাকিস্তান
আরও পড়ুন- ভারতীয় নৌসেনার সঙ্গে তুলনাতেই আসতে পারছে না পাক নেভি: দেখে নিন
আরও পড়ুন- বাঙালির দুর্গাপুজো, নতুন রূপে নতুন সাজে
আরও পড়ুন- থিমের সাজে অচেনা কলকাতা