Earthquake

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। যদিও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১২:৩৮
Share:

প্রতীকী ছবি।

সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টা নাগাদ হঠাৎই কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। যদিও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

কাশ্মীরের এক বাসিন্দা জানান, ঘুমচোখে হঠাৎই একটা দুলুনি অনুভব করেন তিনি। তত ক্ষণে চারদিকে হইচই পড়ে গিয়েছে। ভূমিকম্পের আতঙ্কে ঘর ছেড়ে অনেকেই রাস্তায় নেমে এসেছিলেন।

গত ৯ ডিসেম্বরেও মৃদু কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরে। শ্রীনগর থেকে ১৪ কিলোমিটার উত্তরে কম্পনের উৎসস্থল ছিল। কম্পনের মাত্রা ছিল ৩.৯। শুধু জম্মু-কাশ্মীরই নয়, গত সপ্তাহে রাজস্থানেও ভূমিকম্প হয়। উৎসস্থল ছিল আলওয়ার। রাজস্থানের পাশাপাশি সেই কম্পন দিল্লি, হরিয়ানাতেও অনুভূত হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement