মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা।
সিএএ এবং এনআরসি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। এক মার্কিন ওয়েবসাইটের প্রধান সম্পাদক বেন স্মিথকে সোমবার ভারতীয় বংশোদ্ভূত নাদেল্লা বলেন, ‘‘যা হচ্ছে, তা খুবই খারাপ, খুবই দুঃখের। আমি দেখতে চাই, ভারতে এক জন বাংলাদেশি অভিবাসী ইনফোসিসের সিইও হচ্ছেন বা ইউনিকর্নের মতো স্টার্ট আপ খুলছেন।’’
স্মিথ এই বক্তব্য টুইট করার পরই ট্রোলের শিকার হন নাদেল্লা। ইনফোসিসের প্রাক্তন বোর্ড সদস্য মোহনদাস পাই বলেন, ‘‘আমেরিকায় বামপন্থীরা নাদেল্লাকে ভুল বুঝিয়েছেন।’’ ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বলেন, ‘‘ভারতে আইটি সংস্থার প্রধানদেরও নাদেল্লার মতো সাহস দেখানো উচিত।’’
আরও পড়ুন: মোদী পুলিশ ছাড়া দাঁড়ান পড়ুয়াদের সামনে: রাহুল