Delhi Metro

সিগন্যালের তার চুরি করল চোরেরা! বৃহস্পতিবার দিনভর দিল্লি মেট্রোর একাংশে ব্যাহত পরিষেবা

বুধবার রাতে দিল্লি মেট্রোর ব্লু লাইনে মোতিনগর এবং কীর্তিনগর স্টেশনের মধ্যে বিদ্যুতের তার চুরি হয়ে যায়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সিগন্যালের তার খোয়া গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৮
Share:

দিল্লি মেট্রো। —ফাইল চিত্র।

চোরেদের কীর্তির জন্য ভোগান্তির শিকার হলেন যাত্রীরা! বুধবার রাতে দিল্লি মেট্রোর ব্লু (নীল) লাইনে মোতিনগর এবং কীর্তিনগর স্টেশনের মধ্যে বিদ্যুতের তার চুরি হয়ে যায়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সিগন্যালের তার খোয়া গিয়েছে। আর তার জেরে ওই লাইনে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা। মনে করা হচ্ছে, তার চুরির নেপথ্যে স্থানীয় চোরেরাই রয়েছে।

Advertisement

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর তরফে জানানো হয়েছে, এমন এক জায়গায় বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে, যেখানে সিসি ক্যামেরার নজরদারি নেই। সাধারণত মেট্রো স্টেশনগুলিতে সিসি ক্যামেরার নজরদারি থাকে। কিন্তু ঘটনাটি ঘটেছে দুই স্টেশনের মাঝে অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায়। ফলে দূরবর্তী সিসি ক্যামেরাতে ওঠা ফুটেজ দেখেও অভিযুক্তদের শনাক্ত করার কোনও উপায় নেই।

দুপুর ১২টা ৪৫ থেকেই বিদ্যুতের নতুন তার বসানোর কাজ শুরু হয়। কিন্তু এখনও পুরো কাজ শেষ হয়নি। দিল্লির মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কাজ শেষ হতে রাত গড়াতে পারে। এই পরিস্থিতিতে সুভাষনগর এবং‌ কীর্তিনগর স্টেশনের মাঝে মেট্রো ধীর এবং নিয়ন্ত্রিত গতিতে চলছে। কর্তৃপক্ষ যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে মেট্রোয় ওঠার পরামর্শ দিয়েছেন। অফিস ছুটির সময়ে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমলেও পরিস্থিতির বিশেষ হেরফের হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, ব্লু লাইন দিল্লি মেট্রোর গুরুত্বপূর্ণ একটি পথ। দ্বারকা ২১ নম্বর সেক্টর থেকে বৈশালী এবং নয়ডা সিটি সেন্টারকে যুক্ত করেছে এই মেট্রোলাইন। অফিসের ব্যস্ত সময়ে তো বটেই, অন্য সময়েও ব্লু লাইনের মেট্রোয় সওয়ার হন বহু মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement