National news

সব অভিযোগ ভিত্তিহীন, আইনি ব্যবস্থা নিতে পারি, বললেন আকবর

বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক থাকার সময় আকবর যৌন হেনস্থা করেছিলেন বলে ৬ জনেরও বেশি মহিলা ইতিমধ্যেই অভিযোগ করেছেন। রবিবার সকালে নাইজেরিয়া থেকে দিল্লি পৌঁছন কেন্দ্রী মন্ত্রী এম জে আকবর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৬:৫৩
Share:

বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। ছবি- সংগৃহীত।

তিনি যৌন হেনস্থা করেছেন বলে একাধিক মহিলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। ভারতে ফেরার পর রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকবর বলেন, ‘‘লোকসভা ভোটের কয়েক মাস আগে এই ঝড় উঠল কেন? এটা আপনারাই (সাংবাদিক) বুঝে নিন। এই মিথ্যা, ভিত্তিহীন ও বানানো অভিযোগগুলি আমার ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে।’’ এ ব্যাপারে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলেও জানান আকবর।

Advertisement

বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক থাকার সময় আকবর যৌন হেনস্থা করেছিলেন বলে ৬ জনেরও বেশি মহিলা ইতিমধ্যেই অভিযোগ করেছেন। রবিবার সকালে নাইজেরিয়া থেকে দিল্লি পৌঁছন কেন্দ্রী মন্ত্রী এম জে আকবর। বিমানবন্দরে পা রাখা মাত্রই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন।

সূত্রের খবর, ইতিমধ্যেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দফতরে মেল করেছেন আকবর। যদিও তাঁর ইস্তফা এখনও গৃহীত হয়নি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও এ নিয়ে তাঁর বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন- সরছেন আকবর? বিমানবন্দরে নামতেই পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে​

আরও পড়ুন- সংখ্যালঘুদের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব আকবরের​

গত কয়েক দিনে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যাঁরা তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা সাংবাদিক। তাঁদের অভিযোগ, আকবর যখন সম্পাদক ছিলেন সে সময় যৌন হেনস্থা করেছেন। যৌন হেনস্থার আঁচে ফুটছে বলিউডও। সেই আঁচ থেকে বাদ পড়েনি ক্রিকেট জগতও। কিন্তু এক জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই তাঁর পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দলগুলি।

বিজেপির এক সূত্রের খবর, আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খুব গুরুতর ভাবে দেখছে দল। তবে সব খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকবরের মন্ত্রিত্ব আদৌ থাকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement