তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখল। ফাইল চিত্র।
আগামী ১২ ডিসেম্বর দু’দিনের শিলং সফরে আসছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, ১৩ ডিসেম্বর দলীয় কর্মিসভায় বক্তৃতা দেবেন তিনি। কিন্তু সেই সফরের আগেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করার হুমকি দিয়েছে মেঘালয় সরকার। মেঘালয় পর্যটনের নামে রাজ্য সরকার ৬৩২ কোটি টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ এনেছিলেন সাকেত গোখলে।
আগে সাকেত স্মার্ট সিটি কেলেঙ্কারি, সৌভাগ্য প্রকল্পের দুর্নীতি, পুলিশের গাড়ি কেনা নিয়ে কেলেঙ্কারি, এনপিপি-র নির্বাচনী খরচের হিসেব জমা না দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে মেঘালয় সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন। মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জও ছুড়েছিলেন তিনি। সাকেতের সব অভিযোগই যদিও উড়িয়ে দিয়েছে এমডিএ সরকার।