Uttar Pradesh

Crime: যোগী রাজ্যে যৌনব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপি নেতা

উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে বিজেপি নেতাকে পাকড়াও করে পুলিশ। উদ্ধার হয় সাত শিশু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১১:৫২
Share:

গ্রেফতার বিজেপি নেতা। ছবি: ফেসবুক।

উত্তরপ্রদেশে যৌনব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হলেন মেঘালয়ের রাজ্য বিজেপি সহ-সভাপতি বার্নাড এন মারাক ওরফে রিম্পু। মঙ্গলবার রাতে তাঁকে উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে পাকড়াও করে পুলিশ। পাশাপাশি, এই কাজে জড়িত থাকার সন্দেহে আরও ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সাত শিশু।

Advertisement

বিজেপি নেতার বিরুদ্ধে শিশুদের যৌনব্যবসায় নামানোর অভিযোগ উঠেছিল। এ নিয়ে আগেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। গত ২৩ জুলাই বিজেপি নেতার খামারবাড়িতে হানা দেয় পুলিশ। এর মধ্যে রিম্পুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে মেঘালয় পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মেঘালয়ের তুরার এক আদালত।

পুলিশ জানিয়েছে, তদন্তে সহযোগিতা করতে বলা হলেও তা করেননি অভিযুক্ত। বরং, প্রথম থেকে অভিযোগ অস্বীকার এসেছেন। পরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement