ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যে কৌশলী পদক্ষেপ করল বিজেপি সরকার। ত্রিপুরার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হল, সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়টি পর্যালোচনা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হবে। রাজ্যের দুই সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্ত-ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আইনি পরামর্শ নেবে রাজ্য সরকার। আর ত্রিপুরার প্রাক্তন মহারাজা বীরবিক্রম রাধাকিশোর মানিক্যের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।
সচিবালয়ে প্রথম বৈঠকের পরে আজ নতুন সরকারের ক্যাবিনেট মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন, ‘‘চড়িলাম বিধানসভা কেন্দ্রে নির্বাচন সোমবার। নির্বাচনী আচরণবিধি জারি থাকায় নির্দিষ্ট কোনও নতুন ঘোষণা করা যায় না। এর বেশি কিছু তাই বলতে পারব না।’’ সপ্তম বেতন কমিশনের জন্য বিশেষজ্ঞ কমিটি কার নেতৃত্বে হবে, তা-ও জানানো হয়নি।
নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, পূর্ত, সাধারণ প্রশাসন, শ্রম, তথ্য ও সংস্কৃতির মতো দফতর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অর্থ ও বিদ্যুৎ দফতর পেয়েছেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সুদীপ রায় বর্মণ হয়েছেন স্বাস্থ্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী। কংগ্রেস ছেড়ে আসা আর এক বর্ষীয়ান নেতা রতনলাল নাথকে দেওয়া হয়েছে শিক্ষা ও আইন দফতরের দায়িত্ব। আইপিএফটি সভাপতি এন সি দেববর্মাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে রাজস্ব ও মৎস্য দফতর নিয়ে।
কিন্তু মন্ত্রিসভা তো ৯-এ আটকে গেল! বাকি তিন জনকে কবে নেওয়া হবে? মুখ্যমন্ত্রী বিপ্লবের সহাস্য উত্তর, ‘‘৯ সৌভাগ্যের সংখ্যা! এখন এটাই থাক না!’’