প্রতীকী ছবি।
ভুল ইঞ্জেকশন দেওয়ার জেরে মৃত্যু হল বছর দু’য়েকের এক শিশুর। অভিযোগ উঠেছে ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারার জিবিটি কনক্লেভ এলাকায়।
পুলিশ সূত্রে খবর, জ্বর ও কাশি হওয়ায় বুধবার এলাকারই একটি দোকানে শিশুটিকে নিয়ে গিয়েছিলেন তার মা। দোকান থেকে ওষুধ দেওয়া হয় তখন। কিন্তু সেই ওষুধে জ্বর না কমায় ফের ওই দোকানেই মেয়েকে নিয়ে যান মা। এ বার আর ওষুধ না দিয়ে দোকান মালিক শিশুটিকে একটি ইঞ্জেকশন দেন।
শিশুটির পরিবারের অভিযোগ, বাড়িতে আসার পরই শিশুটির অবস্থার অবনতি হয়। রক্তবমি করতে থাকে সে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। দোকান মালিকের বিরুদ্ধে ভুল ওষুধ এবং ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।