মায়াবতী। -ফাইল চিত্র।
সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করায় বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)-র এক বিধায়ককে বহিষ্কার করলেন মায়াবতী। রবিবার টুইট করে জানিয়েছেন স্বয়ং বিএসপি সুপ্রিমো।
মধ্যপ্রদেশের পাথারিয়ার বিধায়ক রামাবাই পরিহারকে দল থেকে বহিষ্কার করেছেন তিনি। রামাবাই দলের কোনও কাজে অংশ নিতেও পারবেন না। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দলের বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছেন।
রবিবার টুইট করে মায়াবতী জানিয়েছেন, ‘বিএসপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। সাংসদ বা বিধায়ক যিনি সেই শৃঙ্খলা ভাঙার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তাঁর আরও সংযোজন, ‘‘সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করার জন্য বিএসপি বিধায়ক রামাবাই পরিহারকে বহিষ্কার করা হল। কোনও দলীয় কাজেও তিনি অংশ নিতে পারবেন না।’’
আরও পড়ুন: রাঁচীতে বিরোধী ঐক্য, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেনের