HPCL

HPCL Fire: বিশাখাপত্তনমে হিন্দুস্থান পেট্রোলিয়ামের প্ল্যান্টে ভয়াবহ আগুন

বিশাখাপত্তনম পুলিশের ডিভিশনাল কমিশনার ঐশ্বর্য রস্তোগি জানিয়েছেন, এইচপিসিএল-এর তিন নম্বর ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৭:০৮
Share:

ছবি সৌজন্য টুইটার।

বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়ামের (এইচপিসিএল) প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরের ঘটনা। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তেল পরিশোধন ইউনিটের পাইপলাইনে বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে। প্ল্যান্টের কর্মীদের দাবি,আগুন যখন লাগে সে সময় ৬ কর্মী ঘটনাস্থলে ছিলেন। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

খরব পেয়ে ঘটনাস্থলে আসে নৌবাহনীর বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ হওয়া ৬ শ্রমিকের খোঁজ চালানো হচ্ছে।

Advertisement

বিশাখাপত্তনম পুলিশের ডিভিশনাল কমিশনার ঐশ্বর্য রস্তোগি জানিয়েছেন, এইচপিসিএল-এর তিন নম্বর ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভনোর কাজ করছে। দমকলের আরও ইঞ্জিন আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement