Taj Express Fire

তাজ এক্সপ্রেসে আগুন, জ্বলছে চারটি কোচ, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, চলছে উদ্ধারকাজও

জানা গিয়েছে, সোমবার দিল্লির সরিতাবিহার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনে প্রথমে একটি কোচে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কোচেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ১৮:৪০
Share:

তাজ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত।

তাজ এক্সপ্রেসে আগুন। একসঙ্গে ট্রেনের চারটি কোচে আগুন লাগার ঘটনা ঘটল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছছে দমকলের একাধিক ইঞ্জিন। চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

Advertisement

জানা গিয়েছে, সোমবার দিল্লির সরিতাবিহার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনে প্রথমে একটি কোচে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কোচেও। ট্রেনটি সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়। কালো ধোঁয়ায় ভরে যায় কোচগুলি। দ্রুত ট্রেন খালি করে দেওয়া হয়। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে।

রেলের ডিসিপি কেপিএস মলহোত্র জানান, বিকেল ৪টে ৪১ মিনিট নাগাদ ফোনে আগুন লাগার খবর মেলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। দমকলকেও খবর দেওয়া হয়। প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি পায়। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। দমকলের এক উচ্চপদস্থ কর্তা বলেন, ‘‘এখন আমাদের প্রাথমিক কাজ আগুন নিয়ন্ত্রণে আনা। সেই সঙ্গে উদ্ধারকাজও।’’ আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল এবং রেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement