দাউদাউ করে জ্বলছে মুম্বইয়ের আবাসন। ছবি: সংগৃহীত।
মুম্বইয়ের বহুতল আবাসনে ভয়াবহ আগুন লাগায় আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শনিবার দুপুরে ডম্বিভালির একটি আবাসনের ছ’তলা জুড়ে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। তবে স্বস্তির খবর এই যে, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
পুলিশের তরফে জানা গিয়েছে, ছ’টি তলার প্রত্যেকটি থেকে বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা গিয়েছে। ওই তলাগুলি পুরো খালি করে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। যদিও কী কারণে আগুন লাগল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
তবে দমকলের তরফে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। আগুনের উৎস না জানা গেলেও দ্রুত তা ছড়িয়ে পড়ে আঠারো তলা পর্যন্ত। তবে নির্মীয়মাণ এই বহুতল আবাসনে আপাতত তিনটি তলায় বাসিন্দারা থাকেন। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন দমকলকর্তারা।