মুম্বইয়ের সেই বহুতল। ছবি: সংগৃহীত।
মুম্বইয়ের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ বাইকুল্লার একটি অভিজাত আবাসনের ৪৩ তলায় আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, বাবাসাহের অম্বেডকর রোডে যমজ বহুতল রয়েছে। তার একটিতে আগুন লেগেছে। বহুতলে কেউ আটকে রয়েছেন কি না, তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উদ্ধারকারী দলও পৌঁছেছে ঘটনাস্থলে।
আগুন লাগার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। এই দৃশ্য দেখে অনেকেই ২০০১ সালে আমেরিকার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-এ জঙ্গি হামলার দৃশ্যের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।