বিহারে সালিশি সভা ডেকে চার জনকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে
বিহারে সালিশি সভা ডেকে চার জনকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছেন দু’জন পুরুষ ও দু’জন মহিলা। ডিনামাইট দিয়ে তাঁদের বাড়িও উড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে গয়া জেলার মোনবার গ্রামে। সত্যেন্দ্র সিংহ ভোটকা ও মহেন্দ্র সিংহ ভোটকা নামে গ্রামের দুই ব্যক্তি ও তাঁদের স্ত্রীয়ের হাত-পা-চোখ বেঁধে বাড়ির সামনে ঝুলিয়ে দিয়েছে মাওবাদীরা। রবিবার সকালে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। ঘরের দরজার সামনে মিলেছে একটি চিরকুটও।
ওই চিরকুটে মাওবাদীদের দাবি, ওই বাড়িতে ভাড়া ছিলেন অমরেশ কুমার, সীতা কুমার, শিবপূজন কুমার, উদয় কুমার নামে এই চার মাওবাদী। এক বছর আগে তাঁদের বিষ খাইয়ে খুন করার ষড়যন্ত্রে যুক্ত ছিল সত্যেন্দ্র-মহেন্দ্রর পরিবার। বিশ্বাসঘাতকতা করার কারণেই তাঁদের এই সাজা দেওয়া হয়েছে।
বিহারে সম্প্রতি বেশ কয়েকটি নাশকতামূলক ঘটনায় মাওবাদীদের নাম উঠে এসেছে। তার মধ্যেই বহু বছর পর এই রকম সালিশি ডেকে চার জনকে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে গ্রামে।