টাকা ফুরিয়ে গেলেও ফেরানো যাবে না রোগী। প্রতীকি ছবি।
স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এসেছেন রাজ্যবাসী। পরিবার পিছু বরাদ্দ একটি বিমা কার্ড। কিন্তু সেই কার্ডের বিমাকৃত অর্থ ফুরিয়ে গেলে কী করবেন? তাহলে কি চিকিৎসা পাবেন না? রবিবার যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
একটি পরিবারের জন্য একটি কার্ড। ধরা যাক, একজনের চিকিৎসা করাতেই বিমাকৃত অর্থ শেষ হয়ে গেল। তাহলে কি পরিবারের বাকি সদস্যরা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিৎসা পাবেন না? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী সাফ জানালেন, কার্ডে বিমাকৃত অর্থ নিঃশেষ হয়ে গেলেও সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন বিনামূল্যেই। কোনও ভাবেই রোগীকে ফেরানো যাবে না।
২৫ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে একই কথা জানিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। এ বার সেই কথারই প্রতিধ্বনি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কথায়।