পাঁচ বছরে মুছে যাবে মাওবাদী সমস্যা: শাহ

ভবিষ্যতে সাইবার ক্রাইমই গোয়েন্দাদের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে এ দিনের অনুষ্ঠানে জানিয়েছেন অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৩:১২
Share:

অমিত শাহ। ফাইল চিত্র।

আগামী পাঁচ বছরে দেশ থেকে মাওবাদী সমস্যা ও উত্তর-পূর্বের জঙ্গি উপদ্রব মুছে ফেলা সম্ভব হবে বলে দিল্লিতে ইনটেলিজেন্স বুরোর এক অনুষ্ঠানে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

ভবিষ্যতে সাইবার ক্রাইমই গোয়েন্দাদের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে এ দিনের অনুষ্ঠানে জানিয়েছেন অমিত শাহ। এই ধরনের অপরাধ রুখতে সাইবার বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে আরও বেশি করে গোয়েন্দাদের কাজে ব্যবহার করার সুপারিশ করেন তিনি।

আজ শাহ এ-ও দাবি করেন, ‘‘সরকার সন্ত্রাস দমন প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। মোদী সরকার আগামী পাঁচ বছরে মাওবাদী সমস্যা ও উত্তর-পূর্বের জঙ্গি সমস্যা মুছে ফেলতে বদ্ধপরিকর।’’ তাঁর মতে, ইনটেলিজেন্স বুরোর গোয়েন্দারাই দেশের নিরাপত্তার মূল মস্তিষ্ক ও তাঁদের পরিশ্রমের ফলে গত পাঁচ বছরে একাধিক সন্ত্রাস মডিউল প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে দেশে সক্রিয় সমস্ত গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে দ্রুত তথ্য আদানপ্রদানের উপরেও জোর দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement