ছত্তীসগঢ়ের জঙ্গলে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। — ফাইল ছবি।
আবার পুলিশ-মাওবাদী গুলির লড়াই। এ বার ঘটনাস্থল ছত্তীসগঢ়ের বিজাপুর। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মাওবাদীর। খবর পুলিশ সূত্রে।
বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টা নাহাদ মিরতুর থানার অন্তর্গত পেরোওয়াডা ও তিমেনার গ্রামের মধ্যবর্তী জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। পুলিশের কাছে খবর আসে, সেখানে উপস্থিত রয়েছেন মাওবাদীদের ভাইরামগড় অঞ্চল কমিটির কয়েক জন নেতাও। সেই অনুযায়ী অভিযানে নামে বাহিনী।
পুলিশ ও আধাসেনার বিশেষ দল ওই এলাকায় পৌঁছতেই শুরু হয়ে যায় গুলির লড়াই। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু ক্ষণ গুলি চলার পর মাওবাদীদের দিক থেকে গুলি আসা থেমে যায়। তল্লাশিতে দেখা যায় অস্ত্র-সহ এক মাওবাদীর দেহ পড়ে রয়েছে। দেহ তুলে হাসপাতালে পাঠানো হয়। মৃত মাওবাদীর পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। গোটা এলাকা ঘিরে ধরে চলছে পুলিশের তল্লাশি অভিযান।
গত ২৬ নভেম্বর একই ভাবে মিরতুর এলাকায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে পুলিশের। সেই সংঘর্ষে চার মাওবাদীর মৃত্যু হয়েছিল। তার পর এক মাস ঘুরতে না ঘুরতেই আবার মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হল পুলিশের।