প্রজাতন্ত্র দিবসের আগের দিন দিল্লির রাজপথে প্রস্তুতি। ছবি: পিটিআই।
আজ, প্রজাতন্ত্র দিবসে বেশ কয়েকটি রাজ্যে মাওবাদীরা নাশকতা চালাতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সতর্ক করেছে। নর্থ ব্লক থেকে নবান্নে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানের কাছে আসা সতর্কবার্তায় বলা হয়েছে, মাওবাদীরা ২৬ জানুয়ারি কালা দিবসের ডাক দিয়েছে। সেই সঙ্গে রেললাইনে গাছ ফেলে বিঘ্ন ঘটানো, যাত্রিবাহী ট্রেনে নাশকতা করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, বিভিন্ন স্থানে সড়ক বা সরকারি পরিকাঠামো নির্মাণ সামগ্রীতে আগুন লাগানোর ঘটনা ঘটতে পারে। রাজ্যগুলি যাতে পর্যাপ্ত আগাম ব্যবস্থা নেয়, সে ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ রাজ্যগুলিকে সতর্ক করেছে।
নবান্নের খবর, মাওবাদীদের কার্যকলাপ নিয়ে কেন্দ্র মূলত ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও ওড়িশা নিয়ে চিন্তিত। ইতিমধ্যেই দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটির তরফে বিজাপুর জেলায় প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়ে লিফলেট ছড়ানো হয়েছে। গত বছর প্রজাতন্ত্র দিবসের সময় নারায়ণপুর ও সুকমাতে বিভিন্ন নির্মাণ সরঞ্জামে আগুন লাগিয়ে দিয়েছিল মাওবাদীরা। কাঁকেড় জেলাতেও একই ঘটনা ঘটেছিল। এ বার তার পুনরাবৃত্তি হতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে। দন্তেওয়াড়া জেলার উপর দিয়ে আগামী কয়েক দিন ট্রেল চলাচলের উপর সতর্কতা জারি করেছে সরকার। ধানবাদের বিভিন্ন সরকারি দফতরে মাওবাদীরা কালো পতাকা লাগাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গিরিডির বিভিন্ন এলাকায় সরকারি অনুষ্ঠানে মাওবাদী সমর্থকেরা পাথর ছুড়তে পারে বলেও গোয়েন্দাদের কাছে খবর এসেছে। নিরাপত্তা বাহিনীকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে মন্ত্রক। ওড়িশার মালকানগিরি জেলায় বিভিন্ন আইসিডিএস কেন্দ্রে কালো পতাকা তোলার পরিকল্পনা করেছে মাওবাদীরা। একই ধরনের ঘটনা ঘটতে পারে মধ্যপ্রদেশের বালাঘাট জেলাতেও। তবে পশ্চিমবঙ্গের ব্যাপারে নির্দিষ্ট ভাবে কোনও সতর্কতা জারি করা হয়নি বলে নবান্নের কর্তারা দাবি করেছেন।
আরও পড়ুন: ‘খুব কষ্ট হচ্ছে’, বন্দিদশায় ওমর আবদুল্লার ছবি দেখে প্রতিক্রিয়া মমতার