রাস্তার পাশে খাদে পড়ে রয়েছে গাড়িটি। ছবি: সংগৃহীত।
প্রধানমন্ত্রীর র্যালি যোগ দিতে যাওয়ার সময় বৃহস্পতিবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশের কাংড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে উল্টে গেল একটি ছাত্র ভর্তি স্কুল বাস। গুরুতর জখম হয়েছে ৩৫ জন ছাত্র।
সূত্রের খবর, ওই ছাত্ররা প্রত্যেকেই একটি কম্পিউটার সেন্টারের ছাত্র। ওই দিন হিমাচল প্রদেশের নাগরোটা থেকে ছাত্র ভর্তি বাসটি ধরমশালার দিকে যাচ্ছিল। ধরমশালাতেই প্রধানমন্ত্রীর র্যালিতে যোগ দেওয়ার কথা ছিল ওই ছাত্রদের। বাস যখন সামলেতায়, আচমকাই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তায় পাশে গভীর খাদে উল্টে যায় বাসটি।
প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয়েরা চলে আসেন, তাঁরাই প্রথম উদ্ধারকার্যে হাত লাগান। পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, জমি কমিটির বাধায় বন্ধ হল সাবস্টেশনের কাজ
পুলিশ জানিয়েছে, ওই ৩৫ জন জখম ছাত্রের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের টান্ডা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। বাকিদের চিকিৎসা চলছে নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টারে।