kerala

Kerala CPM: রাজ্য নেতৃত্বে নতুন মুখে গুরুত্ব কেরলেও

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ১৬:০২
Share:

কেরল সিপিএমের পুনর্নির্বাচিত রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন নিজস্ব চিত্র।

দ্বিতীয় বার রাজ্যে ক্ষমতায় ফিরে পিনারাই বিজয়নের মন্ত্রিসভা যেমন হয়েছিল, সে ভাবেই সংগঠনেও নতুন মুখকে গুরুত্ব দিল কেরল সিপিএম। কোচিতে শুক্রবার কেরল সিপিএমের ২৩ তম রাজ্য সম্মেলনের শেষ দিনে নতুন যে রাজ্য কমিটি তৈরি হল, সেখানে ৭৫ বছরের বেশি বয়সের কাউকে রাখা হয়নি। যদিও আগে থেকে সে রাজ্যের সিপিএম উপরের দিকের কমিটিতে কোনও বয়স-সীমা বাঁধেনি। সম্মেলনের শেষেই তৈরি হয়েছে ১৭ জনের রাজ্য সম্পাদকমণ্ডলীও। সেখানেও ৮ জন নতুন মুখ।

Advertisement

Advertisement

সিপিএমের ২৩তম রাজ্য সম্মেলনের অবসরে। কোচিতে।

বিজয় মন্ত্রিসভার তিন সদস্য সাজি চেরিয়ান, মহম্মদ রিয়াজ় এবং ভি এন বাসবন জায়গা পেয়েছেন রাজ্য সম্পাদকমণ্ডলীতে। এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি পি কে বিজু, এম স্বরাজের মতো তরুণ মুখকেও নেওয়া হয়েছে রাজ্য সম্পাদকমণ্ডলীতে। একমাত্র মহিলা সদস্য পি কে শ্রীমতি। রাজ্য কমিটিতে নতুন অন্তর্ভুক্তি হয়েছে ১৬ জনের। সেখানে আছেন ছাত্র সংগঠনের আর এক প্রাক্তন সর্বভারতীয় নেতা ভি পি সানু। তৃতীয় বারের জন্য কেরল সিপিএমের রাজ্য সম্পাদক হয়েছেন কোডিয়ারি বালকৃষ্ণনই। মুখ্যমন্ত্রী বিজয়নই নতুন কমিটিতে বয়সের নিরিখে একমাত্র ‘ব্যতিক্রম’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement