মামলা হওয়ায় দেশ জুড়ে রেলের অনেকগুলি জোনে স্থায়ী জেনারেল ম্যানেজারের পদ পূরণ করতে পারছে না রেল বোর্ড। একই ভাবে রেলের ডিভিশনাল ম্যানেজার পদে উন্নতি নিয়েও মামলা হওয়ায় ওই পদেও আপাতত নতুন কাউকে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। ফলে সময় (দু’বছর) পেরিয়ে যাওয়ার পরেও বাধ্য হয়েই অনেক অফিসার কাজ করে যাচ্ছেন।
ওই শূন্য পদগুলিতে আপাতত অস্থায়ী ভাবে অফিসার এনে কাজ চালানোর ব্যবস্থা করছে রেল বোর্ড। যেমন, সম্প্রতি অবসর নেওয়ায় পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের পদটি এখন অস্থায়ী ভাবে সামলানোর জন্য দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে আশিসকুমার গোয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেল, পূর্ব রেল, বডোদরার রেলওয়ে অফিসার ট্রেনিং ইনস্টিটিউট-সহ আরও দুটি জোনে এখন জেনারেল ম্যানেজারের পদে অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছেন অফিসারেরা।
রেল সূত্রের খবর, পদন্নোতি নিয়ে এক রেল অফিসার মামলা করেছিলেন। আদালত রেলকে আপাতত ওই পদে স্থগিতাদেশ দিয়েছে। তাই মামলা না মিটলে জেনারেল ম্যানেজার পদগুলিতে আপাতত স্থায়ী ভাবে অফিসার দেওয়া যাবে না। রেলকর্তাদের দাবি, সামনে রেল বাজেট, তার পরেই শুরু হয়ে যাবে নতুন আর্থিকবর্ষের কাজকর্ম। এই অবস্থায় জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের মতো পদে স্থায়ী ভাবে অফিসার না দিতে পারলে আখেরে ক্ষতি হবে রেল প্রশাসনে। এবং তার আঁচ পড়বে ট্রেন চলাচলেও।