কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত আজকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫,৯৫০ জন। যা গত কালের তুলনায় অন্তত ১৫ শতাংশ কম।
ফাইল চিত্র।
দেশের সার্বিক করোনা পরিস্থিতি মোটের উপর এখন স্বস্তিদায়ক। গত কালের তুলনায় আজও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া আজ জানিয়েছেন, দেশে ২ কোটির বেশি ১৫ থেকে ১৮ বছর বয়সিরা করোনা প্রতিষেধকের দু’টি ডোজ় নিয়েছেন। টুইটে উচ্ছ্বসিত স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচিকে কিশোর ভারত এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।’ ওই বয়ঃসীমায় ৭০ শতাংশের বেশি কিশোর-কিশোরী টিকার অন্তত একটি ডোজ় পেয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত আজকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫,৯৫০ জন। যা গত কালের তুলনায় অন্তত ১৫ শতাংশ কম। মৃত্যু হয়েছে ৪৯২ জনের। তবে আশার কথা, ওই সময়ে সুস্থ হয়েছেন ৬৬,২৫৪ জন। পর পর ১০ দিনেরও বেশি সংক্রমণ কমতে থাকায় ইতিমধ্যেই কড়াকড়ির রাশ আলগা করেছে বহু রাজ্য। বিধি শিথিল করার বিষয়ে কেন্দ্রও একই ইঙ্গিত দিয়েছে। টানা দু’বছর বন্ধ থাকার পরে গতকালই খুলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। গোয়ায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলে গিয়েছে স্কুল। গোয়া বা কেরল থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক আরটি-পিসিআর রিপোর্ট দেখানোর নিয়ম বাতিলের কথা ঘোষণা করেছে কর্নাটক সরকার।