Mumbai

মুম্বইয়ের সমুদ্রসৈকতে ব্যাগের ভিতর মিলল এক ব্যক্তির সাত টুকরো দেহ, ‘ট্যাটু’র সূত্রে শুরু তদন্ত

নিহত ব্যক্তির বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাঁর নামপরিচয় নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। মৃতদেহের ডান হাতে ইংরাজি হরফে ‘আরএ’ লেখা একটি ট্যাটু রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:২৩
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুম্বইয়ের সমুদ্রসৈকতে একটি ব্যাগ থেকে মিলল এক ব্যক্তির সাত টুকরো দেহ! মুম্বইয়ের গোরাই এলাকার শেফালি গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশনের অন্তর্ভুক্ত একটি নির্জন এলাকা থেকে ব্যক্তির দেহাংশ-সহ ওই ব্যাগটি উদ্ধার হয়েছে।

Advertisement

মুম্বই পুলিশ জানিয়েছে, সমুদ্র সৈকতের কাছেই পড়ে ছিল একটি ব্যাগ। তা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছিল। সন্দেহ হতেই পুলিশে খবর দেন স্থানীয়েরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যাগ খুলতেই দেখা যায়, ব্যাগে রাখা চারটি প্লাস্টিকের বাক্সে রয়েছে এক ব্যক্তির দেহাংশ। ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তির দেহাংশ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহত ব্যক্তির বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাঁর নামপরিচয় নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। মৃতদেহের ডান হাতে ইংরাজি হরফে ‘আরএ’ লেখা একটি ট্যাটু রয়েছে। আপাতত সেই ট্যাটুর সূত্র ধরেই তদন্তে নেমেছে পুলিশ। আশপাশের এলাকা থেকে গত কয়েকদিনে কারও নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সে জন্য নিকটবর্তী সব থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশের অনুমান, খুনের পর প্রমাণ লোপাটের জন্যই দেহ টুকরো টুকরো করে নির্জন এলাকায় ফেলে গিয়েছে অপরাধীরা। ওই ব্যক্তিকে খুনের নেপথ্যে কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ডেপুটি কমিশনার (জ়োন ১১) আনন্দ ভোইতে জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলা নথিভুক্ত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী খুন এবং প্রমাণ লোপাটের একাধিক ধারায়। তবে কে বা কারা ওই ব্যক্তিকে খুন করল, তা এখনও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement