প্রয়োজন বিরাট অঙ্কের টাকার। তাই ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা কিছুটা বদলে দিল ভারত। মনমোহন সিংহ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ১২৬টি যুদ্ধবিমান কেনার। মোদী সরকার সেই জায়গায় কিনবে ৩৬টি রাফাল যুদ্ধবিমান। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর এ খবর জানান। তাঁর মতে, ইউপিএ সরকার ১২৬টি যুদ্ধবিমান কেনার যে সিদ্ধান্ত নিয়েছিল, তাতে খরচ হতো এতটাই যে অন্য ক্ষেত্রগুলির আধুনিকীকরণের ভাবনা মার খেয়ে যেত। তাই সিদ্ধান্ত বদল।