অমিত শাহ।
অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরামের পরে মণিপুরকেও বিল-বিরোধী আন্দোলন থেকে সরিয়ে নিয়ে সেখানে ‘ইনার লাইন পারমিট’ (আইএলপি) চালু করবেন বলে লোকসভায় ঘোষণা করলেন অমিত শাহ। ফলে এখন থেকে মণিপুরে যেতেও ছবি, পরিচয়পত্র ও মাসুল জমা দিয়ে নির্দিষ্ট দিনের জন্য অনুমতি নিতে হবে।
আফস্পা হোক বা নাগরিকত্ব বিল, আন্দোলন তীব্র ছিল মণিপুরেই। নাগরিকত্ব সংশোধনী নিয়ে সেখানে অস্বস্তিতে ছিল বিজেপি সরকার। বিল বিরোধী মঞ্চ রাজ্যে ৫০ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল। আন্দোলনকে মদত দিচ্ছিল কংগ্রেসও। কিন্তু আজকের ঘোষণা তাদের পালের হাওয়া কেড়ে নিল।
বিলের বিরোধিতায় উজানি অসমের একাধিক সংগঠন ও নামনি অসমে আক্রাসু আজ ৪৮ ঘণ্টা বন্ধের ডাক দেয়। অর্থনৈতিক অবরোধে আটকে পড়ে বহু পণ্যবাহী ট্রাক। অসমের সর্বত্র বিভিন্ন সংগঠন পথ অবরোধ করে। গুয়াহাটির বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে ও মিছিল বেরোয়। গুয়াহাটি, কটন ও ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করতে হয়েছে। আসুর দাবি, এই বিল অসমে মোগল আক্রমণের মতোই বিপজ্জনক। বিলের বিরোধিতায় ত্রিপুরার স্বশাসিত পরিষদ এলাকায় ১২ ঘণ্টার বন্ধে আইপিএফটি-র সমর্থকদের সঙ্গে শাসক জোটের বড় শরিক বিজেপির সমর্থকদের সংঘর্ষে জখম হন এক বিজেপি কর্মী ও এক পুলিশকর্মী। আগামী কাল নেসোর ডাকা উত্তর-পূর্ব বন্ধ। ১৬টি বামপন্থী সংগঠনও বন্ধে সমর্থন জানিয়েছে।