ছাত্র আন্দোলনের জেরে বিতর্কিত বিল প্রত্যাহার

একদিনের বিশেষ অধিবেশনে ‘মণিপুর রেগুলেশন অফ ভিজিটার্স, টেন্যান্টস অ্যান্ড মাইগ্রান্ট ওয়ার্কার্স বিল, ২০১৫’ প্রত্যাহার করে নিল মণিপুর সরকার। ইনার লাইন পারমিটের দাবিতে গড়া যৌথমঞ্চ ও ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলনের জেরে বিলটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০৩:৩০
Share:

একদিনের বিশেষ অধিবেশনে ‘মণিপুর রেগুলেশন অফ ভিজিটার্স, টেন্যান্টস অ্যান্ড মাইগ্রান্ট ওয়ার্কার্স বিল, ২০১৫’ প্রত্যাহার করে নিল মণিপুর সরকার। ইনার লাইন পারমিটের দাবিতে গড়া যৌথমঞ্চ ও ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলনের জেরে বিলটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় সরকার। মার্চ মাসে বিলটি বিধানসভায় অনুমোদিত হয়। সেটি বর্তমানে রাষ্ট্রপতির মঞ্জুরির অপেক্ষায় ছিল।

Advertisement

আজ বিল প্রত্যাহারের পরে মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ জানান, ‘‘আইন বিভাগ, বিধায়ক, বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে সর্বসম্মত নতুন একটি বিল আনার চেষ্টা করছে সরকার।’’ ইবোবি জানান, ভূমিপুত্রদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া ও সংবিধান স্বীকৃত বিল তৈরির জন্য রাজ্য থেকে আইন বিশেষজ্ঞ, যৌথ কমিটির সদস্য ও রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা দিল্লি যাবেন। কিন্তু যৌথ মঞ্চ জানায়, এত দেরি করা চলবে না। রাজ্যে অবিলম্বে ইমারলাইন পারমিট চালু করতে হবে। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ দিন বিকেল পাঁচটা অবধি কার্ফু শিথিল হয়েছে। তার মধ্যেই মণিপুরের শিল্পী-অভিনেতা, ইম্ফলের মহিলা ব্যবসায়ীরা ইনার লাইন পারমিটের দাবির সমর্থনে অবস্থান বিক্ষোভ করেন। ছাত্র আন্দোলনে রাশ টানতে পাঁচ দিন রাজ্যের স্কুল-কলেজ সব বন্ধ। শিক্ষা দফতেরর সিদ্ধান্ত, নতুন করে অশান্তি না ছড়ালে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement