Ceiling Fan

চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে রক্তারক্তি, যুবকের গলায় ২৬টি সেলাই

বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর শনিবার সকালে নিজের ঘরে ঘুমোতে গিয়েছিলেন ইকরাম। ঘুমন্ত অবস্থাতেই তার উপর খুলে পড়ে গিয়েছিল চলন্ত সিলিং ফ্যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

জয়পুর শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১১:০৮
Share:

সিলিং ফ্যান খুলে পড়েছে (বাঁ দিকে)। হাসপাতালে ভর্তি ইকরাম (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

চলন্ত সিলিং ফ্যান খুলে গলা কেটে গেল এক যুবকের। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানোর নাগৌর জেলায়।

Advertisement

গত শুক্রবার বিয়ে হয়েছিল মার্বেল ব্যবসায়ী ইকরাম সিসৌদিয়ার। বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর শনিবার সকালে নিজের ঘরে ঘুমোতে গিয়েছিলেন ইকরাম। ঘুমন্ত অবস্থাতেই তার উপর খুলে পড়ে গিয়েছিল চলন্ত সিলিং ফ্যান। আর সেই ফ্যানের ব্লেডে গলা কেটে যায় ইকরামের।

শনিবার দুপুর তখন ১২টা। সিলিং ফ্যানের ব্লেড গলায় আঘাত করার পর ইকরাম চিৎকার করতে থাকেন। তাঁর আওয়াজ শুনে বাড়ির লোকেরা ছুটে এসে দেখেন ঘর রক্তে ভেসে যাচ্ছে। গলা কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। হাত এবং পা থেকেও রক্ত বেরোচ্ছিল। তৎক্ষণাৎ ইকরামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

চিকিৎসকরা জানান, ইকরামের গলার দু’পাশের শিরা কেটে গিয়েছে। পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তৎক্ষণাৎ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। কয়েক ঘণ্টার চেষ্টায় ইকরামের ক্ষতিগ্রস্ত শিরা এবং স্নায়ুগুলিকে জুড়ে দেন চিকিৎসকরা। গলায় ২৬টি সেলাইও পড়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, ইকরামের অবস্থা স্থিতিশীল। তবে প্রচুর রক্ত বেরিয়ে যাওয়ায় খুব দুর্বল। এই ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছতেই তারা হাসপাতালে যায়। ইকরামের বয়ান নেওয়া হয়। কী ভাবে এই ঘটনা ঘটল এবং ইকরাম কোনও ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement