Eknath Shinde

রেগে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডের বাড়ির সামনে গায়ে কেরোসিন ঢাললেন অটোচালক

শনিবার সকালে ঠাণেতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির সামনে নিজেকে শেষ করার চেষ্টা করেন এক অটোচালক। তাঁকে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৭:২৮
Share:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। —ফাইল চিত্র।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির সামনে হুলস্থুল কাণ্ড ঘটল। আচমকা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন ৪২ বছর বয়সি এক অটোচালক। সঙ্গে সঙ্গে তা দেখতে পেয়ে অটোচালককে উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে ঠাণেতে শিন্ডের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অটোচালকের নাম বিনয় পাণ্ডে। শনিবার সকালে আচমকাই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন পুলিশকর্মীরা।

Advertisement

ওয়াগেল এস্টেট থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই অটোচালকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছিল পুলিশ। তার জেরে লাইসেন্স নিয়ে নেওয়া হয়েছিল। লাইসেন্স না দেওয়ায় রেগে গিয়েছিলেন অটোচালক। তার পরই শিন্ডের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এই ঘটনার সময় বাড়িতে ছিলেন না শিন্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement