হেলমেট পরে থাকায় ‘টয়লেট ক্লিনার’-এর কারণে ক্ষতি হয়নি তরুণীর। প্রতীকী ছবি।
তরুণীর গায়ে শৌচাগার পরিষ্কার করার তরল পদার্থ (টয়লেট ক্লিনার) ফেলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে বি.কম চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়ার সময় অভিযুক্ত যুবকের সঙ্গে তরুণীর আলাপ হয়েছিল। এর পরে যুবকের সঙ্গে যোগাযোগ রাখতে চাননি তরুণী। অভিযোগ, এর পরও তরুণীকে ধাওয়া করতেন যুবক। গত কয়েক দিনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়।
গত বুধবার স্কুটিতে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় তাঁকে ধাক্কা মেরে স্কুটি থেকে সৌরভ শর্মা নামে ওই অভিযুক্ত ফেলে দেন। এর পর তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে এক বোতল শৌচাগার পরিষ্কার করার তরল তরুণীর গায়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। হেলমেট পরে থাকায় রক্ষা পেয়েছেন তরুণী। তবে স্কুটি থেকে পড়ে যাওয়ায় তাঁর পায়ে আঘাত লেগেছে।
তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুবককে গ্রেফতার করা হয়নি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।