Viral Video

রিলস বানাতে গিয়ে ঝরনার জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু যুবকের, প্রকাশ্যে সেই ভিডিয়ো

রিলস বানানোর জন্য ঝরনার পাশে একটি পাহাড়ি ঢিবিতে দাঁড়িয়ে ছিলেন যুবক। আচমকা ঝরনার জলের তোড়ে এওই ঢিবি থেকে পড়ে যান যুবক। তার পরই জলের তোড়ে ভেসে যান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৩:০০
Share:

ছবি: টুইটার।

ঝরনার পাশে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলেন এক যুবক। আচমকা ঝরনার জলের তোড়ে পড়ে ভেসে গিয়ে মৃত্যু হল ওই যুবকের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। ঘটনাটি কর্নাটকের শিবমোগ্গার কাছে আরাশিনাগুন্ডি ঝরনাস্থলের। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক বন্ধুর সঙ্গে ওই ঝরনা দেখতে গিয়েছিলেন যুবক। তার পরই রিলস বানানোর কথা ভাবেন তিনি। সেই মতো রিলস বানানোর জন্য ঝরনার পাশে একটি পাহাড়ি ঢিবিতে দাঁড়িয়েছিলেন যুবক। তাঁর পিছনে খানিকটা দূরে ক্যামেরা হাতে দাঁড়িয়েছিলেন তাঁর বন্ধু। আচমকা ঝরনার জলের তোড়ে ওই ঢিবি থেকে পড়ে যান যুবক। তার পরই জলের তোড়ে ভেসে যান। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

রিলস বানাতে বা নিজস্বী তুলতে গিয়ে দুর্ঘটনার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। গত নভেম্বরে কর্নাটকের বেলাগাভি জেলায় একটি ঝরনার কাছে নিজস্বী তোলার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল চার কিশোরীর। মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে অজন্তার গুহা এবং ভিউপয়েন্টের মাঝখান দিয়ে বয়ে চলেছে সপ্তকুণ্ড জলপ্রপাত। নিজস্বী তুলতে গিয়ে পা পিছলে সেই জলপ্রপাতেই পড়ে যান এক যুবক। ওই যুবক সাঁতার কাটতে পারেন। তাই জলপ্রপাতের মধ্যে কোনও মতে সাঁতরে এক পারে গিয়ে একটি পাথর আঁকড়ে ধরেন তিনি। পরে তাঁকে উদ্ধার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement