প্রতিনিধিত্বমূলক ছবি।
পা ফস্কে পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন যুবক। ৩০ ফুট নীচে গড়িয়ে পড়ে বরাতজোরে আটকে গিয়েছিলেন একটি গাছে। কিন্তু তত ক্ষণে তাঁর কোমরে চোট লেগেছিল, কপাল ফেটে গিয়েছিল। তবে তাঁর হাত থেকে কিন্তু ফস্কায়নি ফোনটি। সেই ফোন থেকেই ক্রমাগত বন্ধু এবং পরিচিতদের ফোন করে গিয়েছেন তিনি। ১১২ নম্বরেও ডায়াল করেন। কিন্তু গভীর রাত হওয়ায় কারও সাড়া পাননি। ফলে ৩১ ঘণ্টা ধরে গাছের ডাল ধরে ঝুলে থাকার পর অবশেষে উদ্ধার হলেন যুবক। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ঠাণেতে।
জানা গিয়েছে, যুবকের নাম কপিল কসবে। তিনি মুম্বই পুরনিগমের কর্মী। থাকেন পানভেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আসানগাঁওয়ের মাহুলি দুর্গ থেকে উদ্ধার করা হয় কপিলকে। সেখানেই গত এক মাস ধরে থাকছিলেন তিনি। দুর্গের ইতিহাস, পাহাড়ের পাথরের বিশেষত্ব নিয়ে গবেষণা করছিলেন কপিল। মঙ্গলবার রাতে বাইরে বেরিয়ে ছিলেন তিনি। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।
রাত তখন আড়াইটে। পাহাড়ের উপরে থাকা দুর্গ থেকে পা ফস্কে পড়ে যান কপিল। ৩০ ফুট নীচে গড়িয়ে পড়ার পর একটি গাছে আটকে গিয়েছিলেন তিনি। কপিল বলেন, “দু’বার আমার পা পিছলে গিয়েছিল। কোমরে চোট পেয়েছি। নীচে পড়ার সময় পাথরে কপাল ঠুকে যাওয়ায় ফেটে রক্ত বেরোতে শুরু করে। গাছটিকে জড়িয়ে ধরে রাত কাটিয়েছি। ভেবেছি সকালে কেউ এসে উদ্ধার করবে। কিন্তু কারও সাড়া পাওয়া যায়নি।”
রাতভর গাছ ধরে ঝুলেছিলেন। সকাল হয়েছে। বেলা গড়িয়েছে। সূর্যের তেজও ক্রমে বেড়েছে। ৪৩ ডিগ্রি সেলসিয়াসে তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল কপিলের। কিন্তু উদ্ধারের আশা ছাড়েননি। ৩১ ঘণ্টা ওই ভাবে ঝুলে থাকার পর অবশেষে উদ্ধারকারীরা আসেন।