national news

Crime: মা, স্ত্রী, তিন মেয়ের গলার নলি কেটে ‘খুন’ করে পাকড়াও এক ব্যক্তি

উত্তরাখণ্ডের রানিপোখারি এলাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। কী কারণে খুন, তদন্তে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৬:৪১
Share:

খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ। প্রতীকী ছবি।

মা, স্ত্রী, তিন মেয়ের গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার এই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের রানিপোখারি এলাকায়।

Advertisement

খুনের অভিযোগে মহেশ কুমার নামে ৪৭ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে আপনজনদের হত্যা করলেন, এ নিয়ে তাঁকে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেহরাদূনের পুলিশ সুপার (গ্রামীণ) কমলেশ উপাধ্যায়।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বেকার ছিলেন। তাঁর এক ভাই বিদেশে কর্মরত। তাঁর টাকাতেই সংসার চলত। এই ঘটনার সময় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন মহেশের আরও এক মেয়ে। উত্তরপ্রদেশের বান্দা জেলায় আদি বাড়ি মহেশের। তাঁর মা মানসিক ভাবে অসুস্থ। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement