Extra Marital Relation

ভাইয়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক! সন্দেহের বশে দু’জনকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর

পুলিশ জানিয়েছে, প্রথমে স্ত্রীর মাথা লক্ষ্য করে গুলি ছোড়েন অভিযুক্ত। এর পর ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়েন। অভিযুক্তের ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে! এই সন্দেহে স্ত্রী এবং ভাইকে লক্ষ্য করে গুলি চালালেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্ত্রীর। গুরুতর জখম ভাই। উত্তরপ্রদেশের সাহারানপুরের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রথমে স্ত্রীর মাথা লক্ষ্য করে গুলি ছোড়েন অভিযুক্ত। এর পর ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়েন। অভিযুক্তের ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক জানিয়েছেন, অভিযুক্ত নিজের স্ত্রীকে সন্দেহ করতেন। তিনি মনে করতেন, ভাইয়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, স্বামীর সঙ্গে গত কয়েক দিন ধরে ঝামেলা চলছিল মহিলার। সে কারণে তিনি বাবা-মায়ের কাছে গিয়ে থাকছিলেন। সেখানে গিয়েই তাঁকে খুন করার অভিযোগ। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement