প্রতীকী চিত্র
পকেটে বন্দুক নিয়ে উত্তরপ্রদেশ থেকে সুদূর মুম্বইয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল বোনের স্বামীকে খুন করার। সেই প্রচেষ্টা ব্যর্থ হতে, নিজেকেই গুলি করলেন ত্রিলোক তিওয়ারি নামক এক ব্যক্তি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
সোমবার রাতের ঘটনা। বটুকেশ্বরত্রিলোক তিওয়ারি নামক উত্তরপ্রদেশের ওই বাসিন্দা মুম্বই আসেন। ওঠেন বোন বন্দনা (২০) এবং বোনের স্বামী রোহিত(২৭) বাড়িতে। রাত বাড়তেই রোহিতকে খুন করতে উদ্যত হন ত্রিলোক। রোহিত-বন্দনা কোনও মতে পালিয়ে গেলে, নিজেকেই শেষ করে দেন তিনি।
প্রাথমিক তদন্তের পরে পুলিশে অনুমান, মাস ছয়েক আগে বাড়ির অমতে রোহিতকে বিয়ে করেছিলেন ত্রিলোকের বোন। দাদার কথার অবাধ্য হয়েই রোহিতের সঙ্গে মুম্বই থাকতে শুরু করেন বন্দনা। আর তাতেই চটেছিলেন ত্রিলোক। পরিকল্পনা করেছিলেন রোহিতকে সরিয়ে ফেলার।সোমবার রোহিত-বন্দনার ফ্ল্যাটে মত্ত অবস্থায় ঢোকেন ত্রিলোক। রোহিত ও তাঁর স্ত্রীর পাশে বসে রাতের খাবারও খান তিনি। তারপরই অতর্কিতে রোহিতকে আক্রমণ করতে উদ্যত হন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে ত্রিলোক নিজেকেই গুলি করেন এর পর।
আরও পড়ুন:পিছল সেঙ্গারের সাজা ঘোষণার দিন, ক্ষতিপূরণের জন্য সম্পত্তি যাচাইয়ের নির্দেশ আদালতের
আরও পড়ুন:জামিয়া কাণ্ডের শুনানি এখানে নয়, প্রয়োজনে হাইকোর্টে যান: সুপ্রিম কোর্ট
ঘটনার কয়েক ঘণ্টা পরে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে রোহিতের দেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্যে তাঁর দেহ পাঠানো হয়েছে। কোথা থেকে বন্দুক পেলেন ত্রিলোক, তাঁর আদৌ লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।