বাছুরকে বাঁচানোর চেষ্টা। ছবি: এক্স।
অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। চার দিকে শুধু জল আর জল। ঘরবাড়ি সব জলে ভাসছে। কোথাও এক মানুষসমান জল, কোথাও আবার তারও বেশি। এমন পরিস্থিতিতে বহু মানুষ গৃহছাড়া। ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। অসমের বন্যার বহু ভিডিয়ো প্রকাশ্যে আসছে। তার মধ্যে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রায় একমানুষ সমান জলে একটি বাছুরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন এক প্রৌঢ়।
জানা গিয়েছে, গাছের নীচে চাপা পড়ে গিয়েছিল বাছুরটি। সেটি ডুবে যাচ্ছিল। কিন্তু এক প্রৌঢ় নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাছুরটিকে গাছের নীচ থেকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু প্রাণীটিকে সামলাতে গিয়ে নিজেও বেসামাল হয়ে পড়ছিলেন। তাঁর থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়ে ছিলেন দু’জন। তাঁদের এক জনকে জলে বাঁশ ফেলার জন্য বলেন ওই প্রৌঢ়। অন্য প্রান্তে বাঁশটি ধরে এক জন। প্রৌঢ় বাছুরটিকে এক হাতে ধরেন, অন্য হাতে বাঁশ আঁকড়ে ধরেন। তার পর কোনও রকমে বাছুরটিকে উদ্ধার করেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অলনাইন।
অসমে বন্যার কবলে প্রায় ২৪ লক্ষ মানুষ। এখনও পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ৬৪। প্রায় তিন হাজারেরও বেশি গ্রাম জলের তলায়। ৩০টি জেলা বন্যাকবলিত। সবচেয়ে ক্ষতি হয়েছে ধুবরি জেলার। সেখানে প্রায় ৮ লক্ষ মানুষ বন্যার কবলে। তার পরই রয়েছে কাছা়ড় এবং দারাং জেলা। ব্রহ্মপুত্র এবং বরাক বিপদসীমার উপর দিয়ে বইছে।