গাড়ির ছাদে বাঁধা রয়েছে মৃতদেহ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
হাজার চেষ্টা সত্ত্বেও মেলেনি অ্যাম্বুল্যান্স। তাই গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে নিয়ে সৎকার করতে গেলেন ছেলে। পরিষেবায় কোনও ঘাটতি নেই বলে বার বার দাবি করে এসেছে উত্তরপ্রদেশ সরকার। তার মধ্যেই সোমবার আগরায় এই দৃশ্য চোখে পড়ল।
মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না জানা যায়নি। তবে বাঁশের মাচাসমেত দেহ গাড়ির ছাদে বেঁধে নিয়ে যেতে দেখে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি মোক্ষধাম শ্মশানে উপস্থিত সকলেও ওই দৃশ্য দেখে চমকে ওঠেন।
দেশে এই মুহূর্তে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনার প্রকোপে দৈনিক মৃত্যুও ৩ হাজারের কাছাকাছি। আগরাতেও এর প্রভাব পড়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে দৈনিক সংক্রমণ ৬০০-র উপর রয়েছে।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শহরের বেসরকারি হাসপাতালগুলি কোভিড রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছে। মৈনপুরি, ফিরোজাবাদ, মথুরা থেকে সমস্ত দেহ শহরে স্থানান্তরিত করছে।