—প্রতীকী চিত্র।
কেন্দ্রীয় সরকারি চাকরি করেন বাবা। তাঁর চাকরির দিকে অনেক দিন ধরেই নজর ছিল পুত্রের। বাবার চাকরিটি পেতে তাঁকে খুনের ছক কষলেন যুবক। সুপারি কিলার ভাড়া করে গুলি করালেন বাবাকে। গুরুতর জখম অবস্থায় যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় এলাকার। সেখানকার বাসিন্দা রামজি মুণ্ডা সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডে কর্মরত। তাঁর পুত্র ২৫ বছরের অমিত মুণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গত ১৬ নভেম্বর অমিতের বাবাকে এক মোটরসাইকেল আরোহী গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে।
কে বা কারা প্রৌঢ়কে লক্ষ্য করে গুলি চালাল, তাদের উদ্দেশ্য কী, সে বিষয়ে সব রকম সম্ভাবনা খতিয়ে দেখছিল পুলিশ। তবে প্রৌঢ়ের পুত্রকে সন্দেহের অবকাশ ছিল না। কেউ ভাবতেই পারেননি এই ঘটনার নেপথ্যে অমিতের হাত থাকতে পারে।
তদন্ত কিছু দূর এগোনোর পর পুলিশ আক্রান্তের পুত্রকে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে শেষ পর্যন্ত অপরাধের কথা স্বীকার করে নেন যুবক। তিনি জানান, বাবার চাকরি পাওয়ার লোভে এই কাজ তিনি করেছেন। বাবার মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসাবে ওই চাকরি তিনি পেয়ে যাবেন বলে ভেবেছিলেন। সুপারি কিলারকে এখনও ধরতে পারেনি পুলিশ।