Online Gambling

অনলাইন লটারিতে ৭ লাখ টাকা খুইয়ে আত্মহত্যা করলেন যুবক

তিরুপুরে রেললাইনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। হাসপাতালে দেহটি ফ্রেডরিখের বলে শনাক্ত করেন তাঁর বাবা এবং মা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৯:৩৩
Share:

প্রতীকী ছবি।

অনলাইন লটারির নেশাই শেষ পর্যন্ত কাল হল। বিপুল অঙ্কের টাকা হেরে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর তিরুপুরে।

Advertisement

তিরুপুর জেলার জেলার আভরমপাল্যমের ইলাঙ্গো এলাকার বাসিন্দা ছিলেন এস এলভিন ফ্রেডরিখ। একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। গত মঙ্গলবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। এ নিয়ে পুলিশে নিখোঁজ ডায়েরিও করেন ফ্রেডরিখের মা। পুলিশও ফ্রেডরিখের সন্ধান চালাচ্ছিল।

এর মধ্যেই তিরুপুরে রেললাইনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। হাসপাতালে দেহটি ফ্রেডরিখের বলে শনাক্ত করেন তাঁর বাবা এবং মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন লটারিতে আসক্ত হয়ে পড়েছিলেন ফ্রেডরিখ। সেই নেশাই শেষ পর্যন্ত তাঁর জীবন কাড়ল।

আরও পড়ুন: খট্টরের ‘কিসান মহাপঞ্চায়েত’ ঘিরে তুলকালাম, ভাঙচুর, বাতিল কর্মসূচি

Advertisement

আরও পড়ুন: হু-এর কোভিড মানচিত্রে ভারত থেকে আলাদা জম্মু-কাশ্মীর, বিতর্ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement