Man molests lady

স্বামীর চিকিৎসার জন্য ধার নিয়েছিলেন, সুদ দিতে না পারায় মহিলাকে ধর্ষণের অভিযোগ রাজস্থানে

নাগৌর কোতোয়ালির সিআইএ রমেন্দ্র সিংহ হলেন, ‘‘মহিলা এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার করেছিলেন। টাকা ফিরিয়েও দেন। কিন্তু সুদ না মেটানোয় ওই ব্যক্তি মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:০৮
Share:

— প্রতীকী ছবি।

স্বামী পক্ষাঘাতগ্রস্ত। বিছানায় পড়ে রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য দরকার প্রচুর টাকা। তাই সুদের বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন স্ত্রী। কিন্তু সুদ মেটাতে পারেননি। সেই কারণে মহিলাকে ধর্ষণের অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ। অপমানিত মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। কোনও রকমে তাঁর প্রাণ বাঁচে। রাজস্থানের পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement

রাজস্থানের নাগৌরের বাসিন্দা দম্পতি। স্বামী বেশ কিছু দিন হল শয্যাশায়ী। চিকিৎসার জন্য স্ত্রী এক ব্যক্তির কাছ থেকে সুদের বিনিময়ে ১০ হাজার টাকা ধার করেন। মহিলার দাবি, সেই টাকা তিনি ফিরিয়েও দিয়েছিলেন। কিন্তু সুদবাবদ টাকা আর ফেরাতে পারেননি। সুদের টাকা না পেয়ে তাই ওই ব্যক্তি মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এহ বাহ্য, ধর্ষণের ভিডিয়ো তুলে তা ছড়িয়ে দেন সমাজ মাধ্যমে। এই ঘটনা জানতে পেরে অপমানিত মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। কোনও রকমে তাঁর প্রাণ বাঁচানো যায়। শেষে মহিলা গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে।

নাগৌর কোতোয়ালির সিআইএ রমেন্দ্র সিংহ বলেন, ‘‘মহিলার অভিযোগ পেয়েছি। তাঁর দাবি, তিনি এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফিরিয়েও দেন। কিন্তু সুদের টাকা না মেটানোয় ওই ব্যক্তি মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তার পর সেই ভিডিয়ো ছড়িয়ে দেন সমাজমাধ্যমে। আমরা অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছি। তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement