Crime

‘স্ত্রীর গলায় কোপ দিয়েছি’, মুম্বইয়ের থানায় ঢুকে বললেন যুবক, গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইন্তেকাফ ইদ্রিশ আনসারি। শনিবার ভোর ৬টা নাগাদ মালাডের মালওয়ানি থানায় হাজির হন তিনি। পুলিশকে জানান, স্ত্রীর উপর হামলা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ২৩:১৭
Share:

—প্রতীকী ছবি।

স্ত্রীর গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মুম্বইয়ের ঘটনা। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ধৃত জানিয়েছেন, কথা কাটাকাটির জেরেই স্ত্রীকে খুন করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইন্তেকাফ ইদ্রিশ আনসারি। শনিবার ভোর ৬টা নাগাদ মালাডের মালওয়ানি থানায় হাজির হন তিনি। পুলিশকে জানান, স্ত্রীর উপর হামলা করেছেন। তার জেরে সংজ্ঞা হারিয়েছেন তিনি।

সঙ্গে সঙ্গে ইদ্রিশের বাড়িতে যায় পুলিশ। সেখানে গিয়ে দেখে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আয়েশা। তাঁর বয়স ২২ বছর। এর পরেই ইদ্রিশকে গ্রেফতার করে পুলিশ। তিনি স্বীকার করেছেন, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ দিয়েছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইদ্রিশ সত্যি কথা বলছেন কি না, খতিয়ে দেখছে। ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement