AIMIM

কার্যালয়ে ঢুকে অতর্কিতে হামলা, ওয়েইসির দলের নেতার ভাইপোকে কুপিয়ে খুন হায়দরাবাদে

শহরের ললিথাবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। আসাদউদ্দিনের দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর এক নেতার ললিথাবাগের অফিসে ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৯:৩৩
Share:

মিম নেতার ভাইপোকে কুপিয়ে খুন। প্রতীকী ছবি।

আসাদউদ্দিন ওয়েইসির দলের নেতার দফতরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হায়দরাবাদে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মুরতাজা আনাস। তাঁকে গুরুতর জখম অবস্থায় ওয়েইসি হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় ২২ বছরের মুরতাজার।

Advertisement

শহরের ললিথাবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। আসাদউদ্দিনের দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর এক নেতার ললিথাবাগের অফিসে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে দাবি, মুরতাজা ওই নেতারই ভাইপো। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অফিসের ভিতরেই আচমকা তাঁকে কোপাতে শুরু করেন।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে হায়দরাবাদের পুলিশ। গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement