মেট্রোয় বসে খাচ্ছেন সেই যাত্রী। ছবি: টুইটার।
মেট্রোয় বসে কপির মাঞ্চুরিয়ান খাচ্ছিলেন। যাত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করল ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন (বিএমআরসিএল)। মেট্রোয় বসে খাওয়া আইনবিরুদ্ধ। তবে এর আগে এই কারণে কোনও যাত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করেননি বেঙ্গালুরুর মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে ওই যাত্রীর খাওয়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ৫০০ টাকা জরিমানা আদায় করেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন খোদ অভিযুক্ত যাত্রী। তাতে দেখা গিয়েছে, মেট্রোয় বসে খেতে খেতে হাসছেন ওই যাত্রী। তাঁর বন্ধুরা তাঁকে বার বার বাধা দিচ্ছেন। বলছেন, ‘অশিক্ষিত বোকা’। যদিও তাতে কান দেননি ওই যুবক। নিজের মনে খেয়ে যাচ্ছেন। ভিডিয়োটি তুলেছেন তাঁর বন্ধুরা।
সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সক্রিয় হয় পুলিশ। ওই যাত্রীর বিরুদ্ধে রিপোর্ট দায়ের করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গত মঙ্গলবার ওই ব্যক্তিকে খুঁজে বার করে পুলিশ। সকালে সাড়ে ৯টার সময় যখন তিনি জয়নগরে মেট্রো থেকে নামছিলেন, তখন তাঁকে আটক করা হয়। এর পর জয়নগর থানায় নিয়ে গিয়ে ৫০০ টাকা জরিমানা আদায় করে পুলিশ। পাশাপাশি, তাঁর থেকে প্রতিশ্রুতি আদায় করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না।
মেট্রোয় বসে কপির মাঞ্চুরিয়ান খাচ্ছিলেন। যাত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করল ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন (বিএমআরসিএল)। মেট্রোয় বসে খাওয়া আইনবিরুদ্ধ। তবে এর আগে এই কারণে কোনও যাত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করেননি বেঙ্গালুরুর মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে ওই যাত্রীর খাওয়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ৫০০ টাকা জরিমানা আদায় করেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন খোদ অভিযুক্ত যাত্রী। তাতে দেখা গিয়েছে, মেট্রোয় বসে খেতে খেতে হাসছেন ওই যাত্রী। তাঁর বন্ধুরা তাঁকে বার বার বাধা দিচ্ছেন। বলছেন, ‘অশিক্ষিত বোকা’। যদিও তাতে কান দেননি ওই যুবক। নিজের মনে খেয়ে যাচ্ছেন। ভিডিয়োটি তুলেছেন তাঁর বন্ধুরা।
সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সক্রিয় হয় পুলিশ। ওই যাত্রীর বিরুদ্ধে রিপোর্ট দায়ের করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গত মঙ্গলবার ওই ব্যক্তিকে খুঁজে বার করে পুলিশ। সকালে সাড়ে ৯টার সময় যখন তিনি জয়নগরে মেট্রো থেকে নামছিলেন, তখন তাঁকে আটক করা হয়। এর পর জয়নগর থানায় নিয়ে গিয়ে ৫০০ টাকা জরিমানা আদায় করে পুলিশ। পাশাপাশি তাঁর থেকে প্রতিশ্রুতি আদায় করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না।
অভিযুক্তের নাম সুনীল কুমার। জয়নগরে একটি সোনার দোকানে কাজ করেন তিনি। রোজ মালেশ্বরম স্টেশন থেকে মেট্রো ধরেন সকালে। বেঙ্গালুরু মেট্রোর একজিকিউটিভ ডিরেক্টর এএস শঙ্কর জানিয়েছেন, এই ধরনের আইন ভাঙার ঘটনা বিরল। বেশির ভাগ যাত্রীই আইন মেনে চলেন। তবে মেট্রোয় খাওয়া একেবারেই অনুচিত। পাশাপাশি, হেডফোনেই গান শোনা উচিত।