Golgappa

Viral: ফুচকা খাচ্ছে গরু-বাছুর, খাওয়াচ্ছেন এক ব্যক্তি, দেখুন ভাইরাল ভিডিয়ো

লখনউয়ের কাছে রেড হিল কনভেন্ট স্কুলের কাছে করা হয়েছে ওই ভিডিয়োটি। ওই ব্যক্তি নিজে ফুচকা খেতে গিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১০:৫৯
Share:

গরু-বাছুরকে ফুচকা খাওয়াচ্ছেন এক ব্যক্তি।

লকডাউনে আপনি ঘরবন্দি হয়ে পড়ে আছেন, আর ওদিকে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে গরু-বাছুর। এই দৃশ্য মনেপ্রাণে মেনে নিতে পারবেন না অনেকেই। নেটমাধ্যমে ভাইরাল সেরকমই একটি ভিডিয়ো। দেখা যাচ্ছে, একটি গরু আর তার বাছুরের মুখে ফুচকা পুরে দিচ্ছেন এক ব্যক্তি। আর তারাও দিব্যিই খেয়ে যাচ্ছে পরের পর ফুচকা।

Advertisement

লখনউয়ের কাছে রেড হিল কনভেন্ট স্কুলের কাছে করা হয়েছে ওই ভিডিয়োটি। ওই ব্যক্তি নিজে ফুচকা খেতে গিয়েছিলেন। সেই সময়ে তাঁর সামনে হাজির হয় ওই গরু ও বাছুরটি। দেখা যায়, ফুচকাওয়ালার হাত থেকে ফুচকা নিয়ে ওই ব্যক্তি নিজে না খেয়ে গরু-বাছুরকে খাইয়ে যাচ্ছেন। ভিডিয়োটি নেটমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তির প্রশংসা করেন বহু নেটাগরিক। কেউ লেখেন, ‘ভগবান আপনার মঙ্গল করুক’। আবার কেউ বলেন, ‘দিনের সেরা ভিডিয়ো’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement