মেয়েকে কটূক্তির প্রতিবাদ, মৃত্যু প্রৌঢ়ের

মেয়েকে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু হল বাবার। কেরলের তিরুঅনন্তপুরমের ঘটনা। মৃতের নাম ভি রমেশ। পুলিশ জানিয়েছে, গত বুধবার ইদের অনুষ্ঠান থেকে ছেলে-মেয়েকে স্কুটারে চাপিয়ে বাড়ি ফিরছিলেন রমেশবাবু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ১৭:১৯
Share:

ভি. রমেশ। মৃত ব্যক্তি।

মেয়েকে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু হল বাবার। কেরলের তিরুঅনন্তপুরমের ঘটনা। মৃতের নাম ভি রমেশ। পুলিশ জানিয়েছে, গত বুধবার ইদের অনুষ্ঠান থেকে ছেলে-মেয়েকে স্কুটারে চাপিয়ে বাড়ি ফিরছিলেন রমেশবাবু। তখন রাত প্রায় ১০টা। রাস্তার ধারে এক জায়গায় তিন যুবক আড্ডা মারছিল। হঠাতই যুবকরা তাঁর মেয়েকে উদ্দেশ্য করে কটূক্তি করে। এটা রমেশবাবুর সহ্য হয়নি। তখনকার মতো সেখান থেকে তাদের পাশ কাটিয়ে চলে যান তিনি। বাড়িতে ছেলে-মেয়েকে নামিয়ে বলেন, “আমি আসছি।” কিন্তু সেই যাওয়াই যে তাঁর শেষ যাওয়া হবে সেটা ভাবতে পারেননি কেউ। রমেশবাবু ফের ওই যুবকদের কাছে যান। কেন তাঁর মেয়েকে কটূক্তি করা হল সে বিষয়েও জানতে চান। যুবকদের সঙ্গে এই নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রমেশবাবু। বহু ক্ষণ পরেও তিনি না ফেরায় বাড়ির লোকেরা রমেশবাবুর খোঁজে সেই জায়গায় যান। গিয়ে দেখেন তাঁর নিথর দেহ রাস্তার উপর পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা রমেশবাবুকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশ এটিকে একটি অস্বাভাবিক মৃত্যু বলে জানায়। মেডিক্যাল রিপোর্টেও দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েই রমেশবাবুর মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

আরও খবর...

বেতনের আশ্বাস নিয়ে ধোঁয়াশা, তবু ধর্মঘট তুলে নিলেন কর্মীরা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement